You will be redirected to an external website

পয়লা বৈশাখ তিহাড় জেলেই কাটাতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে

পয়লা-বৈশাখ-তিহাড়-জেলেই-কাটাতে-হবে-বীরভূমের-তৃণমূল-জেলা-সভাপতিকে

পয়লা বৈশাখেও তিহাড় জেলে অনুব্রত

আদালতে পেশের সময় হুইল চেয়ারে বসে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেছিলেন, তাঁর বুকে ব্যথা রয়েছে। শ্বাসকষ্টও হচ্ছে। জামিন পেলে ভাল হয়।

সে আশা অবশ্য পূরণ হল না। অনুব্রতকে আজ আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। যার অর্থ, পয়লা বৈশাখ তিহাড় জেলেই কাটাতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। অনুব্রত আগেই তাঁকে তিহাড় জেল থেকে আসানসোলের জেলে ফেরানোর জন্য আদালতে আর্জি জানিয়েছেন। তাঁর যুক্তি ছিল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর হেফাজত যখন শেষ হয়েছে, তখন তাঁকে আর তিহাড়ে রাখার প্রয়োজন নেই। ইডি তাদের পাল্টা জবাব আদালতে পেশ করেছে। এই মামলার শুনানি হবে আগামী ৮ মে।

গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারের পরে আসানসোলের জেলের মধ্যেই ইডি অনুব্রতকে গ্রেফতার করেছিল। তার পরে তাঁকে ইডি-র হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে আসা হয়। তিহাড় জেলে এখনও অনুব্রতকে ডাক্তারখানাতেই রাখা হয়েছে। কারণ, নিয়মিত ইনসুলিন নিতে হচ্ছে তাঁকে। জেলের ভিতরে সুচ নিয়ে যাওয়া নিষেধ বলে তাঁকেই ডাক্তারখানায় রাখা হয়েছে। রাতে অক্সিজেন মাস্ক ছাড়া তিনি ঘুমোতে পারেন না। হুইল চেয়ারে করেই অনুব্রতকে আদালতে নিয়ে আসা হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রিষড়ায়-বন্ধ-রয়েছে-ইন্টারনেট-পরিষেবা-!-কতদিন-চলবে-এই-স্তব্ধতা?
Read Next

রিষড়ায় বন্ধ রয়েছে ইন্টা...