নাম না করে অনুব্রতকে শিবের সঙ্গে তুলনা তৃণমূল নেতার । সংগৃহীত ছবি
রয়্যাল বেঙ্গল টাইগারের পর নয়া তকমা। এবার নাম না করে অনুব্রত মণ্ডলকে নীলকণ্ঠ শিবের সঙ্গে তুলনা করলেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রতর সঙ্গে শিবের তুলনা যদিও ভাল চোখে দেখছে না বিজেপি। তৃণমূল নেতা এভাবে সংস্কৃতির অপমান করেছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তূণমূল জেলা সভাপতি অনুব্রতের নাম না করেই তাকে শিবের সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা মলয় মুখ্যোপাধ্যয় ।
এবিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া করেন বিজেপি নেতা সজল ঘোষ ,তিনি জানান'' শিবকে আমরা মহেশ্বর জ্ঞানে পূজো করি , তাকে এত টা নীচে নামানো উচিৎ নয়।'' এই বলে তিনি যথাযথ ভাবে সাবধান করে দেন তৃণমূল নেতা কে ।
এই মন্তব্য প্রসঙ্গে তাঁকে ফোন করা হলে মলয় মুখোপাধ্যায় বলেন, "আমি এই কথা বলেছি কারণ অতীতে জেলায় যখনই দলীয় নেতাদের কারও রাগ হয়েছে, অভিমান হয়েছে সেই সময় তাঁকে কাছে ডেকে তাঁর কথা হজম করতেন অনুব্রত। তাঁর সঙ্গে কথা বলে সঠিক পরামর্শ দিতেন। এত মানুষের ক্ষোভ তিনি হজম করতেন এবং তাঁদের বুঝিয়ে ফেরত পাঠাতেন যাতে তাঁরা নিজেদের কাজটা ঠিকমতো করেন।”তাঁর মতে, “এই কারণেই আমি তাঁকে নীলকণ্ঠ বলেছি।”