You will be redirected to an external website

ঘুরতে আচমকা থেমে গেল নৌকা! দু’ঘণ্টা জলেই আটকে রইলেন কেন্দ্রীয় মন্ত্রী

ঘুরতে-আচমকা-থেমে-গেল-নৌকা!-দু’ঘণ্টা-জলেই-আটকে-রইলেন-কেন্দ্রীয়-মন্ত্রী

দু’ঘণ্টা জলেই আটকে রইলেন কেন্দ্রীয় মন্ত্রী

চিল্কা হ্রদে আচমকা আটকে গেল কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী পরষোত্তম রূপালার নৌকা। টানা দু’ঘণ্টা জলেই আটকে রইলেন মন্ত্রী এবং তাঁর সঙ্গীরা। 

পরষোত্তম মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে, তাঁদের অভাব অভিযোগের কথা শুনতে ওড়িশা সফরে গিয়েছিলেন। এটি তাঁর ‘সাগর পরিক্রমা’ প্রকল্পের ১১তম পর্ব। রবিবার ওড়িশার খুরদা জেলার বরকুল থেকে নৌকায় ওঠেন তিনি। গন্তব্য ছিল পুরী জেলার সাতপাড়া এলাকা। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে নৌকায় ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং দলের স্থানীয় কয়েক জন নেতা।

হ্রদের মাঝে হঠাৎই তাঁদের নৌকা থেমে যায়। প্রথমে মনে করা হয়েছিল, জলে বিছিয়ে রাখা মাছ ধরার জালে মৎস্যমন্ত্রীর নৌকা হয়তো আটকে গিয়েছে। কিন্তু পরে মন্ত্রী নিজেই আসল কারণ জানান। তিনি সাতপাড়ায় গিয়ে সাংবাদিকদের জানান, তাঁদের নৌকার মাঝি পথ হারিয়ে ফেলেছিলেন। তাই তাঁরা জলে আটকে পড়েছিলেন।

পরষোত্তমের কথায়, ‘‘অন্ধকার হয়ে এসেছিল। আমাদের নৌকা যিনি চালাচ্ছিলেন, তিনি এই রাস্তায় নতুন। তাই আমরা পথ হারিয়ে ফেলি। সাতপাড়া পৌঁছতে আমাদের দু’ঘণ্টা বেশি সময় লেগেছে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rashid-Khan:-রাশিদ-খানের-শারীরিক-অবস্থা-অতি-সঙ্কটজনক,-দেওয়া-হল-ভেন্টিলেশনে Read Next

Rashid Khan: রাশিদ খানের শারীরি...