You will be redirected to an external website

Manipur: মণিপুর কাণ্ডে এবার পথে নামছে যুব তৃণমূল,মিছিলের নেতৃত্বে সায়নী!

Manipur:-মণিপুর-কাণ্ডে-এবার-পথে-নামছে-যুব-তৃণমূল,মিছিলের-নেতৃত্বে-সায়নী!

মণিপুর কাণ্ডে এবার পথে নামছে যুব তৃণমূল

মণিপুরের ঘটনার প্রতিবাদে এবার বিজেপির বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস। ইতিমধ্যেই মণিপুর ইস্যুতে ঘরে-বাইরে বিজেপির ওপর চাপ তৈরি করতে চায় বাংলার শাসক দল। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে রাস্তায় নামা হয়েছে। লাগাতার একমাস ধরে রাজনৈতিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ২৭ ও ২৮শে জুলাই, রাজ্যজুড়ে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় প্রতিবাদ মিছিল করা হবে। আবার ৩০শে জুলাই, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কলকাতায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা হবে।

সম্প্রতি মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। প্রধানমন্ত্রীও মৌখিক ভাবে ঘটনার নিন্দা করেছেন। বিরোধীরা ওই ভিডিও কাণ্ডের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগ দাবি করেছেন। মণিপুরের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি একযোগে যখন বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছেন ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Dengue:--বেড়ে-চলেছে-ডেঙ্গু-আক্রান্তের-সংখ্যা,ডেঙ্গির-প্রকোপ-নিয়ন্ত্রণে-বৈঠক-বসবে--নবান্নে Read Next

Dengue: বেড়ে চলেছে ডেঙ্গু আ...