মণিপুর কাণ্ডে এবার পথে নামছে যুব তৃণমূল
মণিপুরের ঘটনার প্রতিবাদে এবার বিজেপির বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস। ইতিমধ্যেই মণিপুর ইস্যুতে ঘরে-বাইরে বিজেপির ওপর চাপ তৈরি করতে চায় বাংলার শাসক দল। মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে রাস্তায় নামা হয়েছে। লাগাতার একমাস ধরে রাজনৈতিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ২৭ ও ২৮শে জুলাই, রাজ্যজুড়ে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় প্রতিবাদ মিছিল করা হবে। আবার ৩০শে জুলাই, পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কলকাতায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা হবে।
সম্প্রতি মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। প্রধানমন্ত্রীও মৌখিক ভাবে ঘটনার নিন্দা করেছেন। বিরোধীরা ওই ভিডিও কাণ্ডের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগ দাবি করেছেন। মণিপুরের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি একযোগে যখন বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছেন ।