দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী সোমবার থেকে।উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছত্তিশগড়ে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে ঢুকে এটি আরও শক্তিক্ষয় করবে। এ দিকে মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। অক্ষরেখার পশ্চিমাংশ স্বাভাবিক অবস্থানে ফিরেছে। অক্ষরেখার পূর্বের অংশ অবস্থান বদল করবে ৬ অগাস্ট রবিবার।
মৌসুমী অক্ষরেখা অমৃতসর, কারনাল, শাহজাহানপুর, কানপুর এবং ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে জামশেদপুর, বালাসোর হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে রবিবার। রবিবার পর্যন্ত গরম বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ কমবে গত কয়েক দিনের তুলনায়।আগামী ২-৩ দিনে বাড়বে তাপমাত্রা। ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে রয়েছে জলীয় বাষ্প তাই আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই।
হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ।