গতকাল তুলনায় ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে
আজও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। গতকাল তুলনায় ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামিকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অনেকটাই কমে যাবে। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। যদিও গতকালের ঝড়বৃষ্টির পর আজ প্রভাব কিছুটা কম থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। দক্ষিণবঙ্গে বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টি কিছুটা বেশি হবে আগামী ২৪ ঘণ্টায়। নীচের দিকে তিন জেলায় তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য। কাল থেকে বাড়বে তাপমাত্রা।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।উত্তরপূর্ব ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে এই দুই এলাকার রাজ্যগুলিতে। কেরল, মাহে, তামিলনাডু এবং রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা।