রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরছে। বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে রাজ্যে বৃষ্টি কমবে।প্রবল বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। পার্বত্য এলাকায় ধস নামতে পারে। ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমবে।
গতকাল দক্ষিণবঙ্গের বহরমপুরে বৃষ্টি হয়েছে ৪৭ মিলিমিটার। কলকাতায় প্রায় ৫০ মিলিমিটার, বর্ধমানে ৫২ মিলিমিটার এবং শান্তিনিকেতনে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।মৌসুমী অক্ষরেখা গোরক্ষপুর পটনার পর দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
উত্তরবঙ্গে আজ পর্যন্ত ভারী বৃষ্টির স্পেল। কাল রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে।শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ৭০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা।
রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে।