শনিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সারাদেশে বিরাজমান মৌসুমী বায়ু। কার্যত প্রায় শেষ পর্যায়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী অক্ষরেখা বিকানের, নারনাউল ও ফিরোজপুরের উপর অবস্থান করছে। আগামী দু’দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থানের আরও কিছু অংশ এবং হরিয়ানা এবং পঞ্জাবের বাকি অংশে ঢুকে পড়বে।দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পয়লা জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।
এছাড়াও পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বঙ্গোপসাগরের ওপর। এর ফলে সক্রিয় হবে মৌসুমী বায়ু। এই রেখা মধ্য প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। পাহাড়ে ধ্বস নামার আশঙ্কা। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।