You will be redirected to an external website

করমন্ডল দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূল,বিস্ফোরক অভিষোগ বিরোধী দলনেতার!

অডিও ক্লিপ বির্তক তুঙ্গে! সংগৃহীত ছবি

করমন্ডল বিপর্যয় কেটে যাওয়ার পঞ্চম দিনেও কাটেনি রহস্যের ধোঁয়াশা ।ক্রমাগত দানা বাধছে একের পর এক রহস্য । দুর্ঘটনা প্রসঙ্গকে ঘিরেই একটি অডিও ক্লিপ ট্যুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে দুই ব্যক্তির মধ্যে দুর্ঘটনা-সংক্রান্ত কথোপকথন ছিল। সেই অডিও ক্লিপে নিজেদের রেল আধিকারিক বলে জানিয়েছিলেন ওই দুই ব্যক্তি। ট্যুইটে কুণাল ঘোষ দাবি করলেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।সেই অডিও ক্লিপ বিতর্কে এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতার হুঁশিয়ারি,  "যদি এটা তদন্তের আওতায় না আসে, তাহলে আমি ভুবনেশ্বরে যাব। সেখানে লিখিত নথি জমা করব।

একইভাবে আজও শুভেন্দু বলেন, "দুই রেল আধিকারিকের ফোনে কথোপকথন খুব গুরুতর বিষয়। এটা কী করে লিক হল ? কে তাদের দুটো ফোন ট্যাপ করল ?এই বিষয়টাও তদন্তের আওতায় আসা উচিত।বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর, ৩ দিন কেটে গিয়েছে। দুর্ঘটনাস্থলে নতুন লাইন পাতার কাজও সারা। ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে আজ বালেশ্বরে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের কেন্দ্রীয় দলের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই এই সিবিআই তদন্ত। এদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দেওয়ার আগেই সিবিআই তদন্তের ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেসের।  সূত্রের খবর, কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি।

ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ ।সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এর আগের ট্রেন দুর্ঘটনায় সিবিআইকে তদন্তে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু সেই তদবন্তের কোনো রকম সুরহা না মেলায় তিনি এই দুর্ঘটনার তদন্ত রেলের সেফটি কমিশনের ওপরেই হস্থানান্তরিত করেন ।কিন্তু এই বিষয় নিয়ে বিরোধী দলনেতার সম্পূর্ণ অভিযোগ তৃণমূলের ওপর।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

Coromandal Express:বুধে কাটল অভিশাপ...