You will be redirected to an external website

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইটভাটার চিমনি, মৃত অন্তত ৩ শ্রমিক

হুড়মুড়িয়ে-ভেঙে-পড়ল-ইটভাটার-চিমনি,-মৃত-অন্তত-৩-শ্রমিক

ভরসন্ধেয় বড়সড় দুর্ঘটনা ইটভাটায়

ভরসন্ধেয় বড়সড় দুর্ঘটনা ইটভাটায়। ভাটায় কাজ চলাকালীন হঠাৎ চিমনিতে আগুন লেগে যায়। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইটভাটার চিমনি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। তাতে চিমনির তলায় চাপা পড়ে যান ইটভাটার প্রায় ৩০-৩৫জন শ্রমিক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ইটভাটার চিমনি ভেঙে এই দুর্ঘটনায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ওই পাঁচজনকে কলকাতায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

জানা যাচ্ছে, আজ সন্ধেয় ইটভাটার চিমনিতে ফায়ারিং-এর কাজ চলছিল। সেই সময়েই আচমকা আগুন লেগে যায় চিমনিতে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে চিমনি। চিমনির তলায় চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ২জন শ্রমিকের। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ইটভাটার অন্যান্য শ্রমিকরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। প্রায় ২০ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়। 

উল্লেখ্য, আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিকটবর্তী বসিরহাট স্বাস্থ্য জেলা থেকে কলকাতায় আর জি কর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে চিমনির তলায় এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বসিরহাট থানার পুলিশ। এখনও চলছে উদ্ধারকাজ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বর্ধমান-স্টেশনে-ভেঙে-পড়ল-বিরাট-জলের-ট্যাঙ্ক!-আরও-মৃত্যুর-আশঙ্কা Read Next

বর্ধমান স্টেশনে ভেঙে পড...