You will be redirected to an external website

প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত ভুগছিলেন নানা শারীরিক সমস্যায়!

প্রবীণ-সিপিএম-নেতা-মদন-ঘোষ-প্রয়াত-ভুগছিলেন-নানা-শারীরিক-সমস্যায়!

পূর্ব বর্ধমান জেলার দলীয় কার্যালয়ে শায়িত থাকবে অশীতিপর নেতার দেহ। সংগৃহীত ছবি

 দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ। শুক্রবার সকাল ৭.১০ মিনিটে বর্ধমানের বাড়িতেই প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৮১ বছর।

শুক্রবার বিকেল পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার দলীয় কার্যালয়ে শায়িত থাকবে অশীতিপর নেতার দেহ। বিকেল সাড়ে ৪টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কলকাতা থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব-সহ অন্যান্য নেতা।

দীর্ঘ দিন ধরে অবিভক্ত বর্ধমান জেলায় দলের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এই নেতা। দলের প্রাক্তন বিধায়ক, বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি মদন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে দলের প্রবীণ নেতা রবীন দেব বলেন, “যে সমস্ত মানুষের পরিশ্রম এবং নিষ্ঠার জোরে দল রাজ্যের ক্ষমতায় এসেছিল, প্রয়াত মদন ঘোষ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর মৃত্যু বাম রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সেলেব্রিটি-বা-রাজনৈতিক-পদস্থ-ব্যক্তি-অর্থ-খরচ-না-করলে-,কারোর-অ্যাকাউন্টে--থাকবে-না! Read Next

সেলেব্রিটি বা রাজনৈতিক ...