You will be redirected to an external website

পঞ্চায়েত ভোটের আগে বানানো হয়েছিল সেতু,হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই ব্রিজ

পঞ্চায়েত-ভোটের-আগে-বানানো-হয়েছিল-সেতু,হুড়মুড়িয়ে-ভেঙে-পড়ল-সেই-ব্রিজ

পঞ্চায়েত ভোটের আগে বানানো হয়েছিল সেতু: প্রতীকী ছবি

দু মাস আগেই তৈরি হয়েছিল সেতু। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবে এটি তৈরি করা হয়েছিল। কিন্তু আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই ব্রিজ। কতটা নিম্নমানের সামগ্রী দিয়ে ওই সেতু নির্মাণ করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এই ঘটনায় বড়সড় বিপদ ঘটতে পারত বলেও মনে করছেন তাঁরা।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ি পঞ্চায়েতের উত্তর শ্যামপুরে ছিল এই ব্রিজ। দুই গ্রামের মধ্যে এটাই ছিল সংযোগের মাধ্যম। কিছুদিন আগে পর্যন্তও বাঁশের সাঁকো বানিয়ে তার ওপর দিয়েই যাতায়াত করতেন এলাকার মানুষজন। জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হত তাঁদের।পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই চারটি হিউমপাইপ বসিয়ে তার ওপর ঢালাই দিয়ে বানানো হয়েছিল ওই ব্রিজ। খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। ভোট শেষ হয়েছে মাস খানেক আগে। তারপরই ভেঙে পড়ল সেই ব্রিজ। আবারও ভাঙা জায়গায় বাঁশের সেতু তৈরি করা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিকল্প-কর্মসংস্থান-দেখিয়েছিলেন-মমতা,-‘কচুরিপানা-শিল্পকেন্দ্র’-তৈরির-ভাবনা-রাজ্যের Read Next

বিকল্প কর্মসংস্থান দেখি...