You will be redirected to an external website

G20 Summit 2023: জি২০ সম্মেলনের জন্য ১৭টি দেশ থেকে এল চারাগাছ

G20-Summit-2023:-জি২০-সম্মেলনের-জন্য-১৭টি-দেশ-থেকে-এল-চারাগাছ

১৭টি দেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে এল কেন্দ্র

১৭টি দেশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে এল কেন্দ্র। সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকের স্মারক হিসাবেই রয়ে যাবে গাছগুলি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-সহ অতিথি রাষ্ট্রপ্রধানেরা কোন গাছ রোপণ করবেন, ইতিমধ্যেই তা স্থির করা হয়েছে। আগামী রবিবার দিল্লির প্রগতি ময়দানের ভারতমণ্ডপমে জি২০ বৈঠক শেষ হওয়ার পর এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে।

কোনও দেশে যে গাছের সংখ্যাধিক্য বেশি সেই গাছের চারাকে কিংবা আলাদা কোনও বিশেষত্ব থাকা গাছের চারাকেই এ দেশে আনা হয়েছে। বাংলাদেশ থেকে আনা হয়েছে আম গাছের চারা। ইতালি এবং তুরস্ক থেকে আনা হয়েছে অলিভ গাছের চারা। সৌদি আরব থেকে আনা হচ্ছে এক বিশেষ প্রজাতির তাল গাছের চারা। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট রোপণ করবেন চিনার গাছের চারা। রুশ প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দিতে চলা বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ চিনার গাছের চারা রোপণ করবেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রোপণ করবেন জারুল গাছের চারা। মূলত ক্রিকেট ব্যাট তৈরির কাজে ব্যবহৃত উইলো গাছের চারা রোপণ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতের জম্মু ও কাশ্মীরে এই গাছ দেখা যায়।

সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বৃক্ষরোপণের এই পরিকল্পনা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত। তিনি জি২০ বৈঠকের আয়োজকদের জানান, প্রতিটি দেশেই কিছু কিছু গাছ সংস্কৃতি এবং লোকায়ত কিছু বিশ্বাসের প্রতীক। তাই ঐক্যের বার্তা দিতে বিশেষ কিছু গাছকে এ দেশে আনা যায় কি না, তা ভেবে দেখতে বলেন মোদী। তার পরই এই বিষয়ে তৎপর হয় পরিবেশ মন্ত্রক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

G20-শীর্ষ-সম্মেলনের-আগে-মনমোহন-সিং-এর-অপ্রত্যাশিত-সমর্থন-পেলেন-প্রধানমন্ত্রী- Read Next

G20 শীর্ষ সম্মেলনের আগে মন...