You will be redirected to an external website

সংবিধানের রীতি মেনেই অমিত শাহের পদত্যাগের দাবি করলেন মুখ্যমন্ত্রী!

সংবিধানের-রীতি-মেনেই-অমিত-শাহের-পদত্যাগের-দাবি-করলেন-মুখ্যমন্ত্রী!

রাজ্যের উন্নয়নে বাধাঁ দিচ্ছে কেন্দ্রীয় দল ! সংগৃহীত ছবি

সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–এর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ও বীরভূমে গিয়ে তাঁর বক্তব্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছি। তিনি কখনওই সংবিধানের শপথ নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পাব, এরপর বাংলায় সরকার চলে যাবে।"

তিনি বলেন, ' মিটিং তিনি করতেই পারেন। তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে চাইছে কেন্দ্র। সংবিধানও কি বদল হচ্ছে তাহলে? আমরা মনে করি এই কথা বলার পর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে থাকার অধিকার নেই। আমরা সংবিধান মেনেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি'। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। আমাদের মৌলিক অধিকার, সাংবাধিনক অধিকারে হস্তক্ষেপ করছে। দেশকে রক্ষা করার পরিবর্তে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী'। তিনি এও বলেন, 'সব বিরোধী দলের বিরুদ্ধে ইডি-সিবিআই-এর মতো কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। চকোলেট বোম ফাটলেও এনআইএ পাঠিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে ব্যাপম কেসে যাঁরা তদন্ত করেছিলেন তাঁদের মধ্যে ৫০জন খুন হয়েছেন। উত্তরপ্রদেশে পুলিশ কাস্টডিতে খুনের ঘটনায় কোন রাজনৈতিক দল গেছে ?   

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ও বীরভূমে গিয়ে তাঁর বক্তব্য প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছি। তিনি কখনওই সংবিধানের শপথ নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পাব, এরপর বাংলায় সরকার চলে যাবে।" এই ভাবেই বিরোধী দলের ওপর তোপ ছোড়া হচ্ছে উভয় পক্ষ থেকেই । 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অভিষেক-বন্দ্যোপাধ্যায়কে-জিজ্ঞাসাবাদ-করতে-চেয়ে-চিঠি-দিল-সিবিআই Read Next

অভিষেক বন্দ্যোপাধ্যায়ক...