জেলাশাসকদের নিয়ে জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
জেলাশাসকদের নিয়ে জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে চারটা থেকে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ প্রোগ্রাম নিয়ে সব জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন আজই মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার-সহ বিভিন্ন প্রকল্পের বিভিন্ন জেলায় কী অগ্রগতি, তা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
জেলা শাসকদের পাশাপাশি সব দফতরের সচিব, সব এসপি,সিপি-দেরও উপস্থিত থাকার নির্দেশ। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে জনসংযোগ প্রোগ্রাম।
পোলিং স্টেশন ভিত্তিক এই জনসংযোগ প্রোগ্রাম হবে। তার পরপরই এই বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।