You will be redirected to an external website

Weather Update: যেন আগুনের হলকা! গত ৪০ বছরেও এমন গরম দেখেনি শহর

Weather-Update:-যেন-আগুনের-হলকা!-গত-৪০-বছরেও-এমন-গরম-দেখেনি-শহর-

গত ৪০ বছরেও এমন গরম দেখেনি শহর

সেদ্ধ হওয়ার জোগাড় বঙ্গবাসীর। এসবের মধ্যে আজ উষ্মতম দিনের রেকর্ড স্পর্শ করল কলকাতা। ৪৪ বছর আগের গরমের রেকর্ড ছুঁয়ে ফেলল সোমবারের কলকাতার গরম। কলকাতায় আজ চলতি মরশুমের উষ্ণতম দিন। আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের গরমের রেকর্ড আজ স্পর্শ করল কলকাতার গায়ে ছ্যাঁকা ধরানো গরম।

গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। দুপুরে রাস্তায় বের হলে গায়ে যেন আগুনের হলকা লাগে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩ মে পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে এরকম তাপপ্রবাহ চলবে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহ থেকে মুক্তি মিলতে পারে বলে আভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে কিছুটা স্বস্তির খবর, আগামী রবি-সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার বাংলার কোন প্রান্তে কেমন গরম ছিল? গরমে সেদ্ধ করা কলাইকুণ্ডায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের পারদ চড়েছে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর মালদায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-‘মেধাযুক্ত-যোগ্যদের-কারও-চাকরি-যেতে-দেব-না’,-জোরাল-বার্তা-অভিষেকের Read Next

Abhishek Banerjee: ‘মেধাযুক্ত-যোগ্য...