টানা এক ঘণ্টার বৃষ্টিতে জল থই থই শিলচর শহর
গত বছর বন্যার ভয়াবহতা ভুলতে পারেননি শিলচরের মানুষ। এবার বর্ষার প্রথম মরশুমে টানা এক ঘণ্টার বৃষ্টিতে জমা জলে থই থই শহর শিলচর। শহরের প্রধান প্রধান রাস্তাগুলি পরিণত হয়েছে এক একটি নালায়। রাস্তায় নেমে হাঁটু সমান জলের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে নাগরিককুলের।নর্দমার জল উপচে রাস্তায় জমে থাকায় বিপাকে পড়েছেন পুরনাগরিকরা। শহরের বিভিন্ন এলাকায় জল জমার জন্য পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন শহরবাসী। বৃষ্টির জমা জলে ভোগান্তির মুখে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা।
আজ বুধবার শহরের অভিজাত আবাসিক সহ প্ৰধান প্ৰধান এলাকা জলে ঘেরা দ্বীপে পরিণত হয়েছে৷ বিশেষ করে আম্বিকাপট্টির পরিস্থিতি বেহাল। স্থানীয়রা এমন পরিস্থিতিতে বসবাস করছেন যা দেশের যে কোনও বস্তির চেয়েও খারাপ। পরিকাঠামোর জরাজীর্ণ অবস্থার দরুন গুরুতর সংকটের সম্মুখীন হয়েছেন শহরের মানুষ।
বছরের পর বছর ধরে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থাও ঠিক নেই। শহরে চলছে নালা সংস্কার ও মেরামতের কাজ। যার ফলে অনেকটা ছোট হয়েছে সড়কগুলি। এতে আগের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জমা জলের মশা এবং অন্যান্য রোগবাহী পোকামাকড়ের আক্রমণে দুর্বিষহ জীবনযাত্রা শহরের মানুষের। এবারও বর্ষার মরশুমে গতবারের দশা হবে কি না, তা ভেবে আতংকিত নাগরিকরা। কেননা, এক ঘণ্টার টানা বৃষ্টিতে পরিস্থিতি যদি এ হয়, তা-হলে আসন্ন বর্ষার মরশুমে কী হবে তা নিয়ে আশঙ্কিত শহরবাসী।