দেশের আবহাওয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
দেশের আবহাওয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বসন্তের শুরুতেই কখনও দাবদাহ আবার কখনও মেঘ-বৃষ্টি বজ্রবিদ্যুতের ধাক্কা। নাজেহাল হাল সাধারণ মানুষের। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে পাল্টি খাচ্ছে আবহাওয়ার মুড।গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লির আবহাওয়া ছিল আপাত পরিষ্কার। কিন্তু এবার পারদ নামতে চলেছে দিল্লি-এনসিআরে। ঝড় বৃষ্টির জেরে বেশ কিছুটা কমবে তাপমাত্রা। ভারতের আবহাওয়া দফতর দিল্লি-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।শনিবারের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক অন্য কোন কোন রাজ্যে বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে।
আবহাওয়া অধিদফতর বলছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ মেঘলা থাকবে। আগামী দু’দিন এর প্রভাব দেখা যাবে। আজ অর্থাৎ ১ মার্চ, নয়াদিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি রেকর্ড করা হতে পারে।সতর্কতা রয়েছে আরও। শিলাবৃষ্টিও কোথাও কোথাও হতে পারে। শনিবারও এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে কারণ পাহাড়ের ওপর পশ্চিমী ঝঞ্ঝা এখন দুর্বল হয়ে পড়ছে। এ কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তর প্রদেশের আবহাওয়া?আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকে পশ্চিম উত্তর প্রদেশের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তর প্রদেশের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৪ মার্চ পর্যন্ত পুরো উত্তরপ্রদেশে একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।