You will be redirected to an external website

Delhi: শৈত্যপ্রবাহ জারি, চলছে ঘন কুয়াশার দাপটও,নাজেহাল দিল্লি-সহ উত্তর ভারত

Delhi:-শৈত্যপ্রবাহ-জারি,-চলছে-ঘন-কুয়াশার-দাপটও,নাজেহাল-দিল্লি-সহ-উত্তর-ভারত

ঠান্ডার দাপটে স্বাভাবিক জনজীবনের উপর প্রভাব ফেলেছে

হাড়কাঁপানো ঠান্ডার হাত থেকে এখনই রেহাই মেলার কোনও লক্ষণ নেই দিল্লি-সহ গোটা উত্তর ভারতে। দিল্লিতে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু সেই পরিস্থিতিতে আরও ভয়ানক করে তুলেছে ঘন কুয়াশা। দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে কুয়াশা এবং ঠান্ডার দাপটে স্বাভাবিক জনজীবনের উপর প্রভাব ফেলেছে। 

মৌসম ভবন জানিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান এবং বিহারে আগামী কয়েক দিন ঠান্ডা এবং কুয়াশার দাপট আরও বাড়বে। আগামী ৪-৫ দিন গোটা উত্তর ভারত ঘন কুয়াশায় মুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, আগামী চার দিন দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার দিল্লিতে কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, দিল্লি ছাড়াও অমৃতসর, চণ্ডীগড়, অম্বালা, গঙ্গানগর, পালম, সফদরজং এবং লখনউয়ে দৃশ্যমানতা শূন্যে ঠেকেছে। কুয়াশার জেরে দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেনগুলি বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে গত কয়েক দিন ধরেই। রবিবারও সেই একই ছবি ধরা পড়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-রাজ্য-জুড়ে-বৃষ্টির-পূর্বাভাস,কী-বলছে-আলিপুর-হাওয়া-অফিস? Read Next

Weather: রাজ্য জুড়ে বৃষ্টির ...