একধাক্কায় ঠান্ডা বাড়ল অনেকটা
তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। গায়ে শীতপোশাক চাপিয়ে রাখা দায় হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যেই বদলাল রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে শৈত্যপ্রবাহ চলতে পারে। কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে এই জেলাগুলির মানুষ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি পারদ পতন হয়েছে কলকাতাতেও। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির উপরে উঠে গিয়েছিল, সেখানে সপ্তাহান্তে তাপমাত্রা নেমেছে ১৪.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী তিন দিন কলকাতা-সহ সারা রাজ্যে একই রকম ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, শেষ লগ্নেও স্বমহিমায় থাকছে শীত। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কয়েক দিন শীত জাঁকিয়েই পড়বে বলে জানিয়েছেন আবহবিদেরা।
তবে আবহবিদরা এ-ও জানিয়েছেন, আগামী সপ্তাহের গোড়া থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই বৃষ্টির জেরে সাময়িক ভাবে শীতল আবহাওয়া ফিরলেও কনকনে শীত আর ফিরবে না। সে ক্ষেত্রে মাঘ মাসের সঙ্গে এই মরসুমের জন্য পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। আসবে বসন্ত।