You will be redirected to an external website

Election 2024:ভোট ঘোষণার পর থেকে বাংলায় কয়েকশো বোতল মদ উদ্ধার করল কমিশন

Election-2024:ভোট-ঘোষণার-পর-থেকে-বাংলায়-কয়েকশো-বোতল-মদ-উদ্ধার-করল-কমিশন

বাংলায় কয়েকশো বোতল মদ উদ্ধার করল কমিশন

ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে যত বেআইনি মদ উদ্ধার করা হয়েছে, তার মূল্য ১০০ কোটির গণ্ডিও ছাড়িয়ে গেল। গত তিন মাসে বাংলায় ১০৮ কোটি টাকার মদ বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। তেমনটাই জানা গিয়েছে তাদের পরিসংখ্যান থেকে। 

মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে বুধবার, ২৯ মে পর্যন্ত বাংলার নানা প্রান্ত থেকে উদ্ধার হওয়া বেআইনি মদের মূল্য ১০৮ কোটি ৩৬ লক্ষ টাকা। এর মধ্যে ৪৭.১৯ লক্ষ টাকার মাদক দ্রব্যও রয়েছে। খিদিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ২৪ লক্ষ টাকার মদ উদ্ধার করেছে কমিশন।

সূত্র মারফত জানা গিয়েছে, ওয়াটগঞ্জ এবং নিউ মার্কেট-পার্কস্ট্রিট রেঞ্জের শুল্ক দফতরের আধিকারিকেরা খিদিরপুরে যৌথ অভিযান চালান মঙ্গলবার রাতে। গোপন সূত্রে খবর পেয়ে খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেট এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানে একটি তালাবন্ধ ঘরের সন্ধান নিয়েই গিয়েছিলেন। স্থানীয়দের উপস্থিতিতে ঘরটির তালা ভাঙা হয়। ২৫৬.১৭৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয় ওই ঘর থেকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-Update:-ভোটের-দিন-ঝড়-বৃষ্টি,-গণনার-দিনও!-বাংলায়-কবে-ঢুকবে-বর্ষা? Read Next

Weather Update: ভোটের দিন ঝড়-বৃষ্...