You will be redirected to an external website

ঠাণের নির্মাণস্থলে কর্মীদের মাথায় ভেঙে পড়ল ক্রেন! ধ্বংসাবশেষ সরিয়ে চলছে উদ্ধারকাজ

ঠাণের-নির্মাণস্থলে-কর্মীদের-মাথায়-ভেঙে-পড়ল-ক্রেন!-ধ্বংসাবশেষ-সরিয়ে-চলছে-উদ্ধারকাজ

ঠাণের নির্মাণস্থলে কর্মীদের মাথায় ভেঙে পড়ল ক্রেন

নির্মাণস্থলে কর্মীদের মাথায় ভেঙে পড়ল ক্রেন। নীচে চাপা পড়ে অন্তত ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঠাণের একটি নির্মাণস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। ক্রেন ভেঙে পড়ে আহতও হয়েছেন বেশ কয়েক জন। ধ্বংসাবশেষের নীচে এখনও কেউ কেউ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

ভোরবেলা সেখানেই কাজ করছিলেন এক দল কর্মী। আচমকা উপর থেকে তাঁদের মাথায় ক্রেন ভেঙে পড়ে। সরাসরি ক্রেনের নীচে চাপা পড়ে যান অনেকে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তিন জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের ভিতর এখনও অন্তত পাঁচ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা আছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ চলাকালীন রাতে কর্মীরা একটি বিশেষ ধরনের ক্রেন মেশিন চালাচ্ছিলেন। এই ক্রেনের নাম ‘গার্ডার লঞ্চিং মেশিন’। এই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় বড় বহুতলের নীচে ভিত গঠনেও কাজে লাগে এই যন্ত্র।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নুসরতের-বিরুদ্ধে-২৪-কোটি-টাকার-দুর্নীতির-অভিযোগ,ইডির-দ্বারস্থ-বিজেপি-নেতা-শঙ্কুদেব-পণ্ডা Read Next

নুসরতের বিরুদ্ধে ২৪ কোট...