শনিবারই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে শনিবারই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা আগামী ২৪ ঘণ্টায় পরিণত হবে নিম্নচাপে। পরে তা আরও শক্তি সঞ্চয় করে ৮ মে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। অবশেষে ৯-১০ মে নাগাদ গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী কোনও রাজ্যে। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।শুক্রবার মৌসম ভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ—এই চার রাজ্যের কোনও একটির দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। যার মধ্যে বাংলা এবং ওড়িশা ঘূর্ণিঝড়ে সব থেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে বলেই মনে করছে হাওয়া অফিস। এক আবহবিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হলে তা কোন দিকে আছড়ে পড়তে পারে তার আভাস মিলতে পারে রবিবার।
শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবর্ত তৈরি হলেও রাজ্যে তাপমাত্রা থাকবে উঠতির দিকেই। তবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গে চার জেলা। শনিবার দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।