You will be redirected to an external website

Cyclone: ‘বিপর্যয়’-এর পর এ বার ‘তেজ’! ঘূর্ণিঝড়টি রবিবারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে

Cyclone:-‘বিপর্যয়’-এর-পর-এ-বার-‘তেজ’!-ঘূর্ণিঝড়টি-রবিবারের-মধ্যে-প্রবল-ঘূর্ণিঝড়ে-পরিণত-হবে

ঘূর্ণিঝড়টি রবিবারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে

‘বিপর্যয়’-এর পর এ বার ‘তেজ’। আরব সাগরে ঘনীভূত হচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম আরবসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শনিবার সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তা হলে সেটির নাম হবে ‘তেজ’।

মৌসম ভবন আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি ওমানের দক্ষিণ উপকূলের দিকে এবং তার পর ইয়েমেনের দিকে অগ্রসর হবে। তবে আবহবিজ্ঞানীরা সতর্ক করছেন, এই ঝড় সম্ভাব্য পথ ধরে এগোতে এগোতে তা পরিবর্তন করতে পারে এবং আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 

এ বছরে এই নিয়ে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে আরব সাগরে। গত জুনে আরব সাগরে সৃষ্টি হয়েছিল ‘বিপর্যয়’। সেটি উত্তর এবং উত্তর-পশ্চিম দিতে অগ্রসর হচ্ছিল। কিন্তু তার পরই পথ পরিবর্তন করে গুজরাতের দিকে ধেয়ে যায়। সেই রাজ্যের মাণ্ডবীতে এবং পাকিস্তানের করাচীতে আছড়ে পড়েছিল ‘বিপর্যয়’।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Durga-Puja:-সকাল-থেকে-গঙ্গার-ঘাটে-নবপত্রিকা-স্নান,-প্রচুর-মানুষের-ভিড়-ঘাটগুলিতে Read Next

Durga Puja: সকাল থেকে গঙ্গার ঘা...