You will be redirected to an external website

Garden Reach: গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩!

Garden-Reach:-গার্ডেনরিচের-বহুতল-বিপর্যয়ের-ঘটনায়-মৃতের-সংখ্যা-বেড়ে-১৩!

গার্ডেনরিচের বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩!

এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল আরও এক যুবকের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। মৃত যুবকের নাম মইনুল হক (২৩)। দুর্ঘটনার পর থেকে এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত ১৭ মার্চ, রবিবার রাতে গার্ডেনরিচের একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির উপর। ২৩ মার্চ পর্যন্ত সেই ঘটনায় মোট ১২ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। মঙ্গলবার আরও এক জনের মৃত্যু হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৮ মার্চ থেকে মইনুল এসএসকেএমে ভর্তি ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।

 গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতল বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন খোদ মেয়র তথা ওই এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন সংশ্লিষ্ট প্রোমোটার থেকে শুরু করে রাজমিস্ত্রি, অনেকেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে তার প্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করে বিজেপি। কারণ গার্ডেনরিচের ঘটনাটি যখন ঘটেছে, তার আগেই দেশে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছিল। আদর্শ আচরণবিধি চলাকালীন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না। এ বিষয়ে কমিশনে চিঠি দিয়েছিল বিজেপি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Heatwave:-তাপপ্রবাহের-মোকাবিলায়-উচ্চ-পর্যায়ের-বৈঠকে-বসছেন-কেন্দ্রীয়-স্বাস্থ্যমন্ত্রী Read Next

Heatwave: তাপপ্রবাহের মোকাবিল...