You will be redirected to an external website

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে,ডেঙ্গিতে ফের মৃত্যু রাজ্যে

রাজ্যের-ডেঙ্গি-পরিস্থিতি-ক্রমশ-উদ্বেগজনক-হচ্ছে,ডেঙ্গিতে-ফের-মৃত্যু-রাজ্যে

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। আক্রান্ত যেমন বাড়ছে, তেমনই মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে কমবয়সিদের সংখ্যাটাও নেহাত কম নয়। গত ৫ অক্টোবরও পনেরো বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসার পরে, বেসরকারি সূত্রে রাজ্যে মোট মৃতের সংখ্যা হল ৫৮। 

জানা যাচ্ছে, মৃত কিশোরের নাম রনি দেবনাথ। নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত পশ্চিম গোপীনগরের বাসিন্দা রনির একটানা জ্বর ছিল বলে পরিবার সূত্রের খবর। গত ৩ অক্টোবর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে তার। প্রথমে রনিকে চাকদহ হাসপাতালে এবং পরে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরে তাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিডনির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় ৪ অক্টোবর ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। প্লেটলেট নামতে থাকায় সিসিইউ-তে ভর্তি রাখা হয়েছিল তাকে। ৫ অক্টোবর সকালে মৃত্যু হয় তার। 

বেসরকারি সূত্রের খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার জন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হতে শুরু হওয়ার পরে গত ৩০ সেপ্টেম্বর প্রশাসনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। কিন্তু তার পরেও অধিকাংশ পুরসভা হেল্পলাইন চালু করতে পারেনি। ৬৫ বছরের বেশি বয়সি ভেক্টর কন্ট্রোল কর্মীদের বদলে নতুন কর্মী নিয়োগের কাজও এখনও হয়নি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সিকিমে-আটক-পর্যটকদের-উদ্ধারের-জন্য-ত্রিশক্তি-অভিযান-চালাচ্ছে-সেনা-জওয়ানরা Read Next

সিকিমে আটক পর্যটকদের উদ...