You will be redirected to an external website

"কোনো নাম নেইকো আমার শোনো মহাশয়"..দেশি- বিদেশি সাক্ষাতে চোখে পড়ল তফাত

দেশি- বিদেশি কুকুরের সাক্ষাতে চোখে পড়ল তফাত

গাড়ির ভিতর ছিল একটি সোনালি রঙের গোল্ডেন রিট্রিভার এবং সাদা-কালো রঙের সাইবেরিয়ান হাস্কি। বাদামি রঙের দেশি কুকুরটিরও হিলহিলে চেহারা। তাকে দেখে দুই বিদেশি কুকুর পা বাড়িয়ে মুখ নামিয়ে আদর করে দিল। তাদের সেই আদর ফিরিয়ে দিল নেড়িও। দুই তরফের আদান প্রদানে স্পষ্ট, হঠাৎ রাস্তায় দেখা হয়ে যাওয়া বন্ধুকে তাদের পছন্দ হয়েছে। যদিও ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ লিখেছেন, ওরা যা-ই ভাবুক, ওদের মালিকেরা পরস্পরকে ‘বন্ধু’ ভাববেন না। তাঁদের কাছে দেশি কুকুর ‘রাস্তার কুকুর’ হয়েই থেকে যাবে বরাবর।

ভিডিয়োটি পোস্ট করেছেন বিদিত শর্মা নামে এক টুইটার ব্যবহারকারী। তিনি লিখেছেন, ‘‘এই ভিডিয়ো দেখে আমার সেই সব কুকুরপ্রেমীর কথা মনে পড়ে গেল, যাঁদের কাছে কুকুর পোষা মানেই প্রচুর খরচ করে বিদেশি কুকুর কিনে এনে যত্ন আত্তি করা। কিন্তু দেশের কুকুরকে তাচ্ছিল্য কেন? ভারতীয় কুকুরদেরও এমন আদর যত্ন প্রাপ্য নয় কি?’’

জবাবে একজন লিখেছেন, ‘‘আসলে তফাতটা ওদের চেহারায় বা জাতে নয়, আমাদের মতো কিছু মানুষের মনে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অত্যাধিক-তাপে-পুড়ছে-দিল্লি,-ধুলোর-ঝড়ে-দৃশ্যমানতাও-তলানিতে-! Read Next

অত্যাধিক তাপে পুড়ছে দি...