You will be redirected to an external website

Char Dham Yatra:অক্ষয়তৃতীয়াতে খুলল যমুনোত্রীর দরজা

Char-Dham-Yatra:অক্ষয়তৃতীয়াতে-খুলল-যমুনোত্রীর-দরজা

অক্ষয়তৃতীয়াতে খুলল যমুনোত্রীর দরজা

অপেক্ষার প্রহর গোনা শেষ। বছর ঘুরে অক্ষয়তৃতীয়াতে খুলল যমুনোত্রী মন্দিরের দরজা। শুরু হল চার ধাম যাত্রা।শনিবার খারসালি গ্রাম থেকে চার ধাম যাত্রার সূচনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রথা মেনে এদিন মা যমুনার দোলা ওই গ্রাম থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ধামি।

এদিন মা যমুনাকে নিয়ে মন্দিরের দিকে রওনা হতেই হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। উল্লেখ্য, যমুনোত্রী মন্দির খুলে যাওয়ার মাধ্যমে শুরু হয় চার ধাম যাত্রা। এর পর পর্যায় ক্রমে খোলা হবে গঙ্গোত্রী, বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের দরজা।গাইডলাইনে পুণ্যার্থীদের অন্তত সাত দিন উত্তরাখণ্ডে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এটা অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে।

চারধাম যাত্রা চলাকালীন হিমালয়ের কোলের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে পুণ্য়ার্থীদের ছাতা ও রেনকোট সঙ্গে রাখতে বলেছে ধামি প্রশাসন। বৃষ্টি হলে তাপমাত্রার পারদ নেমে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেই ভক্তদের গরম জামা-কাপড় সঙ্গে রাখাতে বলা হয়েছে।

এর পাশাপাশি যাত্রা চলাকালীন স্বাস্থ্যকর খাবার খেতে বলেছে ধামি প্রশাসন। দিনে পাঁচ থেকে ১০ মিনিট নিঃশ্বাস জনিত যোগাভ্যাস করতে বলা হয়েছে।পুণ্যার্থীদের সুবিধার্থে উত্তরাখণ্ড টুরিজম ডেভেলপমেন্ট বোর্ড বা UTDB-র তরফে টোল ফ্রি ও হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

৩৬ দিন পর খালিস্তানি নেত...