You will be redirected to an external website

আগুনে পোড়া শহরে বিকোচ্ছে হাজার হাজার AC,লোড বাড়াতে পারেনি সিইএসসি

আগুনে-পোড়া-শহরে-বিকোচ্ছে-হাজার-হাজার-AC,লোড-বাড়াতে-পারেনি-সিইএসসি

 তীব্র তাবপ্রবাহের কবলে গোটা বঙ্গ

তীব্র তাবপ্রবাহের কবলে গোটা বঙ্গ। আগামী কয়েকদিনও এই অসহ্য গরমের হাত থেকে মুক্তি নেই। এমনটাই বলছে হাওয়া অফিসের পূর্বাভাস। এদিকে গরম যত বাড়ছে ততই বিদ্যুতের চাহিদা বাড়ছে শহরে। লাগাতার লোডশেডিংয়ের ছবিও দেখা যাচ্ছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং বিদ্যুতের চাহিদা ক্রমশ আকাশচুম্বী হওয়ায় বিদ্যুতের কেভি ষ্টেশনগুলি অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আগুন লাগার ঘটনাও বাড়ছে। তাতেই বাড়ছে উদ্বেগ। 

সম্প্রতি কসবায় এই একই কারণে একটি কেভি স্টেশনে আগুন লেগে যায়। কলকাতার বেশ কিছু এলাকায় আমফানের জেরে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল শহরজুড়ে, তার মেরামত অস্থায়ীভাবে কোথাও কোথাও হয়েছে। তবে যে তারগুলি পুনরায় একটির সঙ্গে অপরটির সংযোগ করা হয়েছিল সেগুলিও অত্যন্ত নিম্নমানের, ইতিমধ্যেই বেশ কয়েকবার এই অভিযোগ উঠেছে। 

বিদ্যুৎ দপ্তরের কর্তাদের দাবি, গত বছর অনেকে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনেই ব্যবহার শুরু করে দিয়েছিলেন। যন্ত্র ব্যবহারের আগে নিয়মানুযায়ী বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে জানাননি। ফলে, সংশ্লিষ্ট যন্ত্রের জন্য লোড বাড়াতে পারেনি সিইএসসি। এর পরে বাড়তি বিদ্যুৎ যাওয়ার কারণে বহু জায়গাতেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-Update:-এপ্রিলের-পর-জ্বলবে-মে,-১৫-জেলায়-জারি-কমলা-সতর্কতা Read Next

Weather Update: এপ্রিলের পর জ্বলব...