You will be redirected to an external website

অস্বস্তিকর গরম থেকে মিলবে না মুক্তি, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা !

অস্বস্তিকর-গরম-থেকে-মিলবে-না-মুক্তি,-চলতি-সপ্তাহে-দক্ষিণবঙ্গে-আরও-বৃদ্ধি-পাবে-তাপমাত্রা-!

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে এবং তার সঙ্গে বৃষ্টি হবে । সংগৃহীত ছবি

 অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাবে না কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহে আরও তেজ বাড়বে গরমের। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে।

দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও, এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবারের মতো মঙ্গলবার সকাল থেকেই চাঁদিফাটা রোদে নাজেহাল অবস্থা হয়েছে সকলের। এই পরিস্থিতিতে আপাতত আশার বাণী শোনাতে পারলেন না আবহবিদরা। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও একই অবস্থা। সেখানেও বেড়েছে অত্যধিক গরম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

আবহাওয়া সৃত্রে খবর , বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ৪থেকে ৫ ডিগ্রি মাত্রায় বাড়বে তাপমাত্র তারসঙ্গে বইবে লু । আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত সাবধানতার বাণী জারি করা হয়েছে । 
 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

IPL-2023:কোহলির-অনবদ্য-ইনিংসেও-জয়-পেল-না-বেঙ্গালুরু Read Next

IPL 2023:কোহলির অনবদ্য ইনিংসে...