You will be redirected to an external website

রবিতে মোদীর শপথ, কড়া নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে রাষ্ট্রপতি ভবন-সহ গোটা রাজধানীকে

রবিতে-মোদীর-শপথ,-কড়া-নিরাপত্তার-চাদরে-মোড়া-হচ্ছে-রাষ্ট্রপতি-ভবন-সহ-গোটা-রাজধানীকে

কড়া নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে রাষ্ট্রপতি ভবন-সহ গোটা রাজধানীকে

এনডিএ জোটের তরফে ইতিমধ্যেই সরকার গঠনের দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই মতো রবিবার নয়াদিল্লিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেমন উপস্থিত থাকবেন দেশের রাজনৈতিক মহলের প্রথম সারির ব্যক্তিত্বরা। পাশাপাশি অন্য রাষ্ট্রের বেশ কয়েক জন নেতাও উপস্থিত থাকবেন মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের শপথের অনুষ্ঠানে। সে জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেল হচ্ছে দেশের রাজধানীকে। 

রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। রবিবার এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দিল্লি পুলিশ। একাধিক স্তরীয় নিরাপত্তার আয়োজন করা হয়েছে। পুলিশকর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোরাও থাকবেন নিরপত্তার দায়িত্ব। এর পাশাপাশা স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। যে সমস্ত অতিথিরা শপথের অনুষ্ঠানে আসবেন, তাঁদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 

এর পাশাপাশি দিল্লিবাসীকেও আগামী কয়েক দিন মেনে চলতে হবে একাধিক বিধিনিষেধ। যেমন দিল্লির আকাশে এখন ড্রোন বা কোনও ধরনের ফ্লাইং অবজেক্ট ওড়ানো একেবারে নিষিদ্ধ। ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লি পুলিশ। আগামী কয়েক দিনে ট্রাফিক রুটেরও একাধিক পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু রাস্তা দিয়ে যান চলাচলে নিষেধ জারি হয়েছে, তো কোনও রুটের গাড়িকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়াও হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-বৃষ্টি-থেকে-আপাতত-বঞ্চিত-দক্ষিণবঙ্গ,-তিন-জেলায়-তীব্র-তাপপ্রবাহের-সতর্কতা Read Next

Weather: বৃষ্টি থেকে আপাতত বঞ...