প্রথম দফার প্রচার শেষ হচ্ছে রামনবমীতে
লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৯ এপ্রিল ২১টি রাজ্যের ১০২টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। পশ্চিম উত্তরপ্রদেশ থেকে অসম, মহারাষ্ট্র থেকে মণিপুরের বিভিন্ন লোকসভা কেন্দ্রে শুক্রবার প্রথম দফায় ভোটগ্রহণ হবে। এই কেন্দ্রগুলিতে ভোটের প্রচার শেষ হচ্ছে আগামিকাল। একই দিনে রামনবমীও। তার ২৪ ঘণ্টা আগে মোদীর নেতৃত্বে বিজেপি রামনবমীকে কেন্দ্র করে রামমন্দির ঘিরে আবেগ তৈরি করতে চাইছে। মোদী আজ বিহার, পশ্চিমবঙ্গে একের পর এক জনসভায় মনে করিয়ে দিয়েছেন, বুধবার রামনবমী। এই প্রথম অযোধ্যায় রামমন্দিরে রামলালার দর্শন পাওয়া যাবে। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে গরহাজির থাকার জন্য বিরোধী জোটকে দুষেছেন তিনি।
উল্টো দিকে কংগ্রেস তথা বিরোধী মঞ্চ ইন্ডিয়া মনে করছে, তেমন কোনও ‘হাওয়া’ এখনও তৈরি হয়নি। বিজেপি রামমন্দির ঘিরে ধর্মীয় ভাবাবেগ বা উগ্র দেশপ্রেমের আবহ তৈরি করতে পারেনি। বরং মাঠে নামলে মোদী সরকারের বিরুদ্ধে ‘চোরাস্রোত’ টের পাওয়া যাচ্ছে। কারণ, মানুষ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, রোজগার কমে যাওয়ার যন্ত্রণা টের পাচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে গত কয়েক দিন ধরে মোদী সরকারের বিরুদ্ধে চোরাস্রোতের কথা বলছেন।
মোদী আজ বিহারের জনসভা থেকে ফের এনডিএ-র চারশো পারের দাবি তুলেছেন। বলেছেন, “বিরোধী জোট প্রশ্ন তুলছে, চারশো পার কেন! দেশের জনতা ঠিক করেছে এ বার চারশো পার হবে। কারণ, দেশের মানুষ ২০৪৭-এ বিকশিত ভারত দেখতে চায়। এটা এনডিএ-কে ৪০০ পার করানোর নির্বাচন। এটা দেশ ধ্বংস করতে অভ্যস্ত লোকেদের শাস্তি দেওয়ারও নির্বাচন।”