You will be redirected to an external website

ভয়াবহ রূপ নিচ্ছে অসমের বন্যা,৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

ভয়াবহ-রূপ-নিচ্ছে-অসমের-বন্যা,৫-লক্ষ-মানুষ-ক্ষতিগ্রস্ত-

উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি।

উদ্বেগ বাড়াচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। প্লাবিত উনিশটি জেলা। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন। বন্যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭ বর্গ কিলোমিটার কৃষিজমি। এর মধ্যে অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথারিটি আরও এক ব্যাক্তির মৃত্যুর খবর জানিয়েছে।

ক্রমে এই ‘ভয়াবহ বন্যা’ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ, গোয়ালপারা, ধুবরী, বকসা, শোণিতপুর, বজালি জেলা। সেখানে প্রভাবিত আড়াই লক্ষের উপর মানুষ। বজালি থেকে নলবাড়ি পর্যন্ত আশি হাজারের উপর এবং বরপেটায় সত্তর হাজারের উপর মানুষ বন্যার কবলে পড়েছে।চোদ্দ জেলার মোট ১৪০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৩৫ হাজারের উপর মানুষ। যার মধ্যে রয়েছেন ৫৪৫ জন মহিলা। রয়েছেন ৬৭ জন বিশেষভাবে সক্ষম মানুষও। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। 

অন্যদিকে সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্র-সহ দশটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। যার মধ্যে বকসা জেলায় পুঁটিমারি নদী বিপদসীমার অনেকটাই উপর দিয়ে বইছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-৭২-ঘণ্টা-তুমুল-বৃষ্টির-সতর্কতা,-জেলায়-জেলায়-প্রবল-বজ্রপাতে-সতর্কতা-জারি Read Next

Weather: ৭২ ঘণ্টা তুমুল বৃষ্ট...