তিনদিনের সফরে কলকাতায় এলেন প্রাক্তন রাষ্ট্রপতি
তিনদিনের সফরে কলকাতায় এলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই মর্মে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এসে পৌঁছয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ বিকেলে হাওড়ার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগদান করবেন তারপর তিনি বেলুড়মঠও যাবেন। আগামী মঙ্গলবার ফের কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ১১ আগস্ট কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোমনাথ সচদেবা জানান, ২০২২ সালের জুনে পাস করা ছাত্র এবং ৮৮ জন গবেষণা স্কলার ডিগ্রি পাবেন এই অনুষ্ঠানে।অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হরিয়ানার রাজ্যপাল এবং কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বান্দারু দত্তাত্রেয়।