You will be redirected to an external website

৩০ শতাংশ ট্যাক্স ,কাদের পকেটে জ্বালাবে আগুন?

৩০-শতাংশ-ট্যাক্স-,কাদের-পকেটে-জ্বালাবে-আগুন?

দেশের কর ব্যবস্থায় নয়া সিদ্ধান্ত সরকারের । সংগৃহীত ছবি

আয়কর রিটার্ন জমা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যাদের আয় করযোগ্য তাদের জন্য আয়কর রিটার্ন জমা করা বাধ্যতামূলক। এর পাশাপাশি বিভিন্ন আয় অনুযায়ী বিভিন্ন পরিমাণ কর জমা করতে হয়। এর জন্য আয়করের বিভিন্ন স্ল্যাব করা হয়েছে। একই সময়ে, নতুন কর ব্যবস্থা এবং পুরানো কর ব্যবস্থা অনুসারে কর সংগ্রহ করা হয়। তবে, এখন কিছু লোককে ৩০ শতাংশ ট্যাক্সও দিতে হবে। চলুন জেনে নেই সে সম্পর্কে।

বর্তমানে, ২০২২-২৩ অর্থবর্ষে যদি কেউ পুরানো কর ব্যবস্থায় আয়কর জমা করে এবং তার বয়স ৬০ বছরের কম হয়, তাহলে তাকে নীচে দেওয়া পদ্ধতিতে কর জমা করতে হবে। এই ব্যবস্থা অনুসারে, কেউ যদি ট্যাক্স জমা দেয়, তবে তাকে ১০ লাখ টাকার বেশি বার্ষিক আয়ের উপর ৩০ শতাংশের এর বেশি কর দিতে হবে।

একই সময়ে, নতুন কর ব্যবস্থায় আয়কর স্ল্যাবগুলি আলাদা। কেউ যদি নতুন কর ব্যবস্থা অনুযায়ী আয়কর রিটার্ন জমা করেন, তাহলে তাকে বিভিন্ন স্ল্যাব অনুযায়ী বিভিন্ন আয়ের ওপর কর দিতে হবে। এই অবস্থায় এই ব্যবস্থায় যদি কারও আয় ১৫ লাখ টাকার বেশি হয়, তাহলে তাদের ৩০ শতাংশ কর দিতে হবে।

ব্যক্তিগত করদাতারা যে স্ল্যাব পদ্ধতিতে পড়েন তার ভিত্তিতে আয়কর দিতে হয়। ব্যক্তিরা তাদের আয়ের ভিত্তিতে একটি ভিন্ন কর বন্ধনীতে পড়তে পারে। ফলে উচ্চ আয় যারা করেন তাঁদেরকে বেশি কর দিতে হবে। দেশের কর ব্যবস্থা অভিন্ন রাখতে স্ল্যাব পদ্ধতি কার্যকর করা হয়েছে।
 

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

স্থান-ও-দেবতা-একই-পূজো-দেয়-হিন্দু-ও-মুসলিম-উভয়-সম্প্রদায়-!-- Read Next

স্থান ও দেবতা একই পূজো দে...