You will be redirected to an external website

তিহাড়েই থাকতে হবে আরও ৪ মাস,কোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদন

তিহাড়েই-থাকতে-হবে-আরও-৪-মাস,কোর্টে-ফের-পিছল-অনুব্রতর-জামিনের-আবেদন

তিহাড়েই থাকতে হবে আরও ৪ মাস

দিল্লি হাই কোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি ২৭ জুলাই। অর্থাৎ আরও প্রায় ৪ মাস জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে।

বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় গত সপ্তাহে দিল্লি হাই কোর্টে পিছিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। ২৯ মার্চ অর্থাৎ আজ সেই মামলার শুনানি হল।তবে আরও ৪ মাস পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি হবে ২৭ জুলাই। ততদিনই জেলেই থাকতে হবে কেষ্টকে। এদিকে ইডিকে চার সপ্তাহের মধ্যে তদন্তের নতুন রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত। সেই রিপোর্টের কপি পাঠাতে হবে অনুব্রতর আইনজীবীকে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতকে ভারচুয়ালি আদালতে পেশের আরজি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়েছেন  বিচারপতি দীনেশ শর্মা।

গত বছরের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করে সিবিআই। তদন্তে তাঁর নামে ও বেনামে বহু সম্পত্তির খোঁজ মেলে। এরপর ইডি’র নজরে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেপ্তার করে ইডি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Vande-Bharat:বন্দে-ভারতে-পাথর-ছুড়লে-৫-বছরের-সাজা!-কড়া-হুঁশিয়ারি-দিল-রেল Read Next

Vande Bharat:বন্দে ভারতে পাথর ছু...