You will be redirected to an external website

জার্মানিতে পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল বিনোদন পার্কের বিশাল কাঠামো

জার্মানিতে-পর্যটকদের-নিয়ে-ভেঙে-পড়ল-বিনোদন-পার্কের-বিশাল-কাঠামো

পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল বিনোদন পার্কের বিশাল কাঠামো

জার্মানির একটি বিনোদ পার্কে দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েক জন পর্যটক। ফ্রান্স এবং সুইৎজ়ারল্যান্ডের সীমান্তলাগোয়া ছোট শহর রাস্টে রয়েছে জার্মানির সবচেয়ে বড় থিম পার্ক।একটি উঁচু কাঠামো থেকে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছিলেন বেশ কয়েক জন পর্যটক। আচমকাই সেটি ভেঙে পড়ে সুইমিং পুলে। লোহা এবং ইস্পাতের কাঠামো ভেঙে পড়ায় আহত হয়েছেন সাত জন পর্যটক।

স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্কের যে কাঠামোটি ভেঙে পড়েছে, সেখানে ‘হাই-ডাইভিং’ শো হয়। যে শোয়ের নাম ‘রিটার্ন অফ দ্য পাইরেটস’। ২৫ মিটার উচ্চতার সেই কাঠামোটি আচমকাই আলগা হয়ে খুলে আসে। তার পর সেটি পুলের মধ্যে আছড়ে পড়ে। তখন পুলে বেশ কিছু পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন আহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ হুমড়মুড়িয়ে খুলে পড়ে লোহার কাঠামোটি।

পার্কের এক আধিকারিক জানিয়েছেন, ওই ‘হাই-ডাইভিং’ শো তিন সপ্তাহ হওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জেরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আপাতত শো বন্ধ রাখা হচ্ছে। জার্মানির এই পার্কটির নাম ইউরোপা। জার্মানি তো বটেই, এ ছাড়াও ফ্রান্স এবং সুইৎজ়ারল্যান্ড থেকেও প্রতি বছর ৬০ লক্ষ পর্যটক এই পার্কে আসেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Chandrayaan-3:-চাঁদের-মাটিতে-চন্দ্রযান-৩-এর-ল্যান্ডার-বিক্রম,কী-কী-হবে-এই-অভিযানে? Read Next

Chandrayaan-3: চাঁদের মাটিতে চন্দ...

Related News