You will be redirected to an external website

ক্যানসারে আক্রান্ত 'তারাক মেহতা কা উল্টা চশমা'-র দয়া? সত্যিটা জানালেন দিশার ভাই

ক্যানসারে-আক্রান্ত-'তারাক-মেহতা-কা-উল্টা-চশমা'-র-দয়া?-সত্যিটা-জানালেন-দিশার-ভাই

ক্যানসারে আক্রান্ত 'তারাক মেহতা কা উল্টা চশমা'-র দয়া?

দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ধারাবাহিক 'তারাক মেহতা কা উল্টা চশমা' (Taarak Mehta Ka Ooltah Chashmah) -তে দেখা যাচ্ছে না জনপ্রিয় অভিনেত্রী দিশা ভাগানি (Disha Vakani)-কে। দীর্ঘ সময় আগে মা হওয়ার কারণে কাজ থেকে বিরতি নিয়েছিলেন দিশা। কিন্তু তার পর থেকে আর ধারাবাহিকে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। ২০১৭ সালে বিরতি নিয়েছিল তিনি। এরপর থেকেই ধারাবাহিকে অনুপস্থিত দিশা।                                                                           

এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছিল, ক্যানসারে আক্রান্ত হয়েছেন দিশা। গলায় তাঁর বাসা বেঁধেছে ক্যানসার। এবার এই জল্পনাকে ওড়ালেন দিশার ভাই ময়াঙ্ক। সংবাদ মাধ্যমকে ময়াঙ্ক জানান, দিশা সম্পূর্ণ সুস্থ রয়েছে। ক্যানসারের মতো মারণরোগ তাঁর হয়নি। এই সমস্ত খবরটাই গুজব। সেই সঙ্গে তিনি দিশার অনুরাগীদের অনুরোধ করেন, এই সমস্ত খবরে বিশ্বাস না করতে। 

দিশার অসুস্থতার খবরও উড়িয়ে দিয়েছেন জেনিফারও। তিনি বলেছেন, 'আমি আর দিশা একই কমপ্লেক্সে থাকি। অগাস্ট মাসেই দিশার সঙ্গে আমার দেখা হল। ও মেয়ের কত্থক ক্লাস নিয়ে কথা বলল। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটা সম্পূর্ণ ভুয়ো। এমন কিছু হলে ঠিকই খবর পাওয়া যেত।                                                                       

'তারাক মেহতা কা উল্টা চশমা' ধারাবাহিকে 'দয়া বেহেন'-এর চরিত্রে নজর কেড়েছিলেন দিশা। তাঁর অভিনয় মুগ্ধ করেছিল আট থেকে আশিকে। ধারাবাহিক থেকে সরলেও তাঁর সুস্থতাই কামনা করেন অনুরাগীরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বাঁকুড়ার-পাহাড়ে-রহস্যময়-সুড়ঙ্গে-পর-পর-কুঠুরির-হদিস!-কারা-বানালেন? Read Next

বাঁকুড়ার পাহাড়ে রহস্য...