You will be redirected to an external website

বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম ‘শিবশক্তি’, ‘ন্যাশনাল স্পেস ডে’ ঘোষণা মোদীর

বিক্রমের-অবতরণ-ক্ষেত্রের-নাম-‘শিবশক্তি’,-‘ন্যাশনাল-স্পেস-ডে’-ঘোষণা-মোদীর

বিক্রমের অবতরণ ক্ষেত্রের নাম ‘শিবশক্তি’

বিদেশের মাটি থেকে ভারতের সাফল্যের সাক্ষী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা থেকে উপভোগ করেছিলেন সেই সাফল্যের মুহূর্ত। সেখান থেকেই ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জ্ঞাপনও করেছিলেন তিনি।

১ সেপ্টেম্বর থেকে চন্দ্রযান নিয়ে বড় কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে কেন্দ্র। গোটা দেশের পড়ুয়াদের তাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানালেন মোদী।নেক্সট জেনারেশন কম্পিউটার বানানোর কথা বললেন মোদী। প্রধানমন্ত্রী মনে করেন, যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই দেশ সব ক্ষেত্রেই এগিয়ে থাকবে।

২৩ অগস্ট অর্থাৎ যে দিন চন্দ্রযান ৩ সাফল্যের সঙ্গে চাঁদে অবতরণ করেছে, সেই দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করবে, ঘোষণা করলেন মোদী।মোদীর কথায়, আজ যখন শিশুরা চাঁদ দেখবে, তারাও অনুভব করবে চেষ্টা করলে ওখানেও পৌঁছনো যায়। বিজ্ঞানীদের এই সাফল্য তাদের অনুপ্রেরণা দেবে বলেও মনে করছেন প্রধানমন্ত্রী।

একটা সময় ভারত তৃতীয় সারির দেশ হিসেবে গণ্য হত। সেখান থেকে বেরিয়ে আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ। ট্রেন থেকে প্রযুক্তি, সব ক্ষেত্রেই ভারত আজ প্রথম সারিতে। আজ আপনারা মেক ইন ইন্ডিয়াকে চাঁদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন: মোদী।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

IRCTC:-৩১২টি-স্পেশ্যাল-ট্রেন-চালু-করার-ঘোষণা-করল-ভারতীয়-রেল Read Next

IRCTC: ৩১২টি স্পেশ্যাল ট্রে...