নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়
নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে। বঙ্গোপসাগর থেকে এগোতে শুরু করেছে মিধিলা। আর তার প্রভাবেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ভোরের দিকে মেঘলা আকাশ ছিল কলকাতাতেও। এই পরিস্থিতিতে উত্তাল হতে পারে সমুদ্র, বাড়তে পারে ঢেউ। এই আশঙ্কায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে দিঘা উপকূলে।
শুক্রবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকা জুড়ে মেঘলা আকাশ। কখনও কখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতেও দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বিশেষ করে উপকূল এলাকায় মাঝে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে। সমুদ্রও উত্তাল রয়েছে, তাই পর্যটকদের সমুদ্র স্নানে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। ঘন ঘন মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন নুলিয়ারা বারবার তাঁদেরকে সতর্ক করা হচ্ছে।
আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়ার কাছে সাইক্লোন আছড়ে পড়ার কথা। এ রাজ্যে সরাসরি প্রভাব পড়বে না। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া রয়েছে সেই তালিকায়। উপকূলে হাওয়ার গতিও থাকবে বেশি। সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।