দেবী পক্ষের শুরুতেই শহরে পা রাখছেন ম্যাজিশিয়ান
দেবী পক্ষের শুরুতেই শহরে পা রাখছেন ম্যাজিশিয়ান। রবিবার দুবাই থেকে কলকাতা এসে পৌঁছচ্ছেন রোনাল্ডিনহো। থাকবেন ইএম বাইপাস লাগোয়া সাত তারা এক হোটেলে।
সোমবার সকাল থেকেই শহরের উত্তর থেকে দক্ষিণ দাপিয়ে বেড়াবেন ২০০২-র বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান। সোমবার সকালে হোটেলে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের পর নিউটাউনে মার্লিন গ্রুপের অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দেবেন রোনাল্ডিনহো।সেখানে নিজের নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে সুন্দরবন ও জঙ্গলমহলের দশ জন ফুটবল প্রতিভার সঙ্গে সময় কাটাবেন। ঘন্টা খানেকের অনুষ্ঠান সেরে দুপুর বারোটা নাগাদ রোনাল্ডিনহো বেরিয়ে পড়বেন মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি পুজো মন্ডপের উদ্দেশ্যে।
ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত জানিয়েছেন, “দু’টি পুজো মন্ডপ ঘুরে কালীঘাটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্বজয়ী ব্রাজিলিয়ানের। মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য নিজের সই করা জার্সিও সঙ্গে আনছেন রোনাল্ডিনহো গাউচো।”