আগামী ৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা কমবে ৩-৫ ডিগ্রি । সংগৃহীত ছবি
তীব্র দাবদাহের মাঝে পারদ কিছুটা নামলেও রবিবার বৃষ্টি চাইছেন না ক্রিকেটপ্রেমীরা। কারণ আজ ধোনিদের সঙ্গে কলকাতার নাইট রাইডার্সের ম্যাচ। শুক্রবার থেকে সারাদিন ছিল মেঘলা আকাশ । রাজ্যবাসী কিছুটা স্বস্তি পেলেও ওই দিনটাতে আকাশ ভেঙে বৃষ্টি নামুক, তাই ক্রিকেট প্রেমীদের প্রার্থনা, মাহি ইডেনে শেষ ম্যাচ খেলুক, কিন্তু কেকেআর জিতুক।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যের প্রতিটি জেলায়। সেই সঙ্গে সোমবার পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। রবিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা এবং রবিবার থেকেই দক্ষিণ বঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাও এর থেকে রেহাই পাচ্ছে না। সুতরাং আবহাওয়া দপ্তর যে ইঙ্গিত দিচ্ছে তাতে আজ কেকেআর বনাম সিএসকে ম্যাচে বৃষ্টিতে বানচাল হতেই পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি কমতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়।