You will be redirected to an external website

BJP-র বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা মমতা-রাহুলের

বৈঠকের আয়োজন হয়েছিল নীতীশ কুমারের উদ্যোগে

পটনায় বিরোধীদের মেগা বৈঠকের আয়োজন হয়েছিল নীতীশ কুমারের উদ্যোগে। বৈঠকে যোগ দেন ১৫টি অ-BJP রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি যোগদান করেন। মোদী সরকারকে উৎখাত করার লক্ষ্যে আগামীদিনে একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়াইয়ের অঙ্গীকার করা হয়েছে। এদিন এমনটাই জানান বিহারের মুখ্যমন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে নীতীশ কুমার বলেন, "আগামীদিনে আমরা একসঙ্গে লড়াই করব। সর্বসম্মতিক্রমে তা ঠিক করা হয়েছে। সকলেই মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করা বাঞ্ছনীয়। সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আগামীদিনে আরও আলোচনা হবে। সিমলায় আরও একটি মেগা বৈঠক হবে বিরোধীদের।

রাহুল গান্ধী বলেন, "ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোতে আক্রমণ করছে BJP। আমাদের প্রত্যেকের মতবাদ রক্ষা করেই আগামীদিনে একসঙ্গে BJP-র বিরুদ্ধে লড়াই করব। মহাজোট তৈরি হওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। তা ধীরে ধীরে সম্পন্ন হবে।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১৭টি দলের প্রতিনিধি এই বৈঠকে যোগাদান করেন। শরদজি, লালুজির মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতারা এখানে এসেছেন। রাহুল, ইয়েচুরিজি, অখিলেশ সকলেই এসেছেন। পটনা থেকে শুরু হওয়া আন্দোলন গণআন্দোলনের রূপ নেয়। দিল্লিতে আমরা অনেক মিটিং করেছি কিন্তু ভালো ফল হয়নি। তাই পটনা থেকে শুভারম্ভ। আমরা সবাই এক। উই আর ইউনাইটেড। আমরা একসঙ্গে লড়ব। আমরা বিরোধী নয়, আমরাও দেশপ্রেমিক, আমরাও ভারতমাতা বলি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

পটনার বৈঠককে ‘ফোটোসেশন’...