তাপমাত্রার পারদের মতোই ভোটের পারদ চড়ছে বাংলায়
তাপমাত্রার পারদের মতোই ভোটের পারদ চড়ছে বাংলায়। এবার উত্তাপ আরও কয়েকগুন বাড়িয়ে বড় হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক লিখেছেন, “এক সপ্তাহের মধ্যে মুখোশ খুলব। বাংলার মা, বোনেদের কী ভাবে আপমান করেছে! বাংলাকে কলুষিত করেছে! সব তথ্য আছে আমার কাছে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভা থেকেও সোচ্চার ছিলেন অভিষেক। তাঁর কথায়, “ভোটের পর যাদের খুঁজে পাননি। তাঁদের একটিও ভোট দেবেন না। যাঁরা মানুষের খোঁজ নেয় না। এই নির্বাচন তাদের জবাব দেওয়া নির্বাচন।”
একইসঙ্গে কেন্দ্রকে সরাসরি তোপ দেগে অভিষেকের কটাক্ষ, “১০০ দিনের টাকা আটকে রেখেছে। দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছি। নব জোয়ারের সময় মায়েরা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে। বাড়ানো হয়েছে।