You will be redirected to an external website

উপায় না পেয়ে সরঞ্জাম নিয়ে সরাসরি বাসেই উঠে পড়েন ডাক্তার এবং নার্সেরা !

উপায়-না-পেয়ে-সরঞ্জাম-নিয়ে-সরাসরি-বাসেই-উঠে-পড়েন-ডাক্তার-এবং-নার্সেরা-!

প্রসবের নির্ধারিত সময় না জানায় বাসেই মা হলেন এক প্রসূতি

কক্সবাজারের চকরিয়া থেকে বাসটি পটিয়া বাইপাস সড়ক হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। পথে অন্তঃসত্ত্বা এক নারীর প্রসবব্যথা ওঠে। যাত্রীদের অনুরোধে চালক বাসটি ঘুরিয়ে সোজা নিয়ে যান একটি স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে চিকিৎসক ও নার্সরা ওঠেন বাসে। খানিক পরেই ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম হয় সেই বাসে। আজ রোববার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

 প্রসবের নির্ধারিত সময় তিনি জানতেন না। ছয় দিন ধরে তাঁর শরীর খারাপ লাগছিল। রোববার সকালে খারাপ লাগা বাড়তে থাকে। বেলা ১১টার দিকে প্রথমে তাঁকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। স্বামীসহ স্বজনেরা তাঁকে চকরিয়া থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। বিকেলে বাসেই তাঁর প্রসবব্যথা শুরু হয়। ঘরে ইয়াছমিনের তিনটি মেয়ে আছে। এটি তাঁর চতুর্থ সন্তান।

স্বভাবিক প্রসবের পর মা ও শিশুটিকে বাস থেকে নামিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের লেভার রুমে নিয়ে যাওয়া হয়। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানান তিনি।বেলা ১১টার দিকে প্রথমে তাঁকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শিবপুরের-রাস্তায়-হুগলির-সেতুতেই-পুলিশের-ক্ষোভে-পড়লেন-বিজেপি-রাজ্য-সভাপতি-সুকান্ত-মজুমদার- Read Next

শিবপুরের রাস্তায় হুগলির...