You will be redirected to an external website

পাহাড় গিলে নিল একের পর এক বাড়ি! প্রবল বৃষ্টিতে ধস কঙ্গোয়

পাহাড়-গিলে-নিল-একের-পর-এক-বাড়ি!-প্রবল-বৃষ্টিতে-ধস-কঙ্গোয়

পাহাড় গিলে নিল একের পর এক বাড়ি

পাহাড়ের নীচে ছবির মতো সাজানো ছোট ছোট ঘর। আচমকা তার উপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাথরের চাঁই। পাহাড় থেকে পাথর গড়িয়ে এসে পিষে দিল বাড়িঘর। পাহাড়ের একাংশ যেন গিলে নিল শহরের একাংশ। 

কঙ্গো নদীর ঠিক পাশে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরের ঘটনা। গত কয়েক দিন ধরে সেখানে মুষলধারে বৃষ্টি চলছে। সেই কারণেই পাহাড়ে ধস নামে। পাহাড়ের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছে অনেক বাড়ি। বাড়িগুলি পাহাড়ের পাদদেশে তৈরি করা হয়েছিল। ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। 

ইতিমধ্যে বৃষ্টি মাথায় নিয়েই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোঙ্গালা প্রদেশের গভর্নর। তিনি জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে এই বিপর্যয়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার জন্য আরও উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর সবরকম চেষ্টা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Weather:নিম্নচাপের-ফলে-বৃষ্টির-পরিমাণ-বৃদ্ধি-পাবে-বঙ্গে,--উত্তরবঙ্গেও-বৃষ্টির-সম্ভাবনা Read Next

Weather:নিম্নচাপের ফলে বৃষ্ট�...

Related News