মোখা নামটি ইয়েমেনের দেওয়া
আয়লা, আমফান, ইয়াস– সব ঘূর্ণিঝড়েরই জন্ম এই মে মাসে।মোখা-র জন্ম হবে কি না, হলেও কোন দিকে যাবে, এই মুহূর্তে কিছুই স্পষ্ট নয়। রাজ্যে তীব্র দহনের জ্বালা জুড়িয়েছে। হয়েছে বৃষ্টিপাত। একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে। যার জেরে ঠন্ডা হয়েছে পরিবেশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ৭ মে তা পরিণত হবে নিম্নচাপে। ৮ মে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে গভীর নিম্নচাপটি। এই পথে নিম্নচাপের আরও শক্তি বাড়ানোর জোর সম্ভাবনা। তবে কি ফের ঘূর্ণিঝড় মোখা জন্ম নেবে সাগরে? যদি শেষমেশ ঘূর্ণিঝড় মোখার জন্ম হয়, তাহলে বাংলার বিপদ কতটা? জানা গিয়েছে, মোখা নামটি ইয়েমেনের দেওয়া।
মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি জরুরি বৈঠকে সেরে ফেলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, ওই বৈঠকেই কন্ট্রোল রুম খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাজ্যের সব জেলাতে এই কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশ এসে গিয়েছে বলে খবর।