শহরের যুব তৃণমূলের কমিটিতেও এক সিভিক ভলান্টিয়ারের নাম ! সংগৃহীত ছবি
যুব তৃণমূলের ব্লক কমিটি গঠনের সময় কালীন এক সিভিক ভলান্টিয়ারের নাম প্রকাশ করা হয় ।যুব তৃণমূল কমিটিতে এক সিভিক ভলান্টিয়ারের নাম থাকায় শুরু হয় অভিযোগ । আর এই নাম ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। । জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি জানান ব্লক নেতৃত্বের কোনো ভুলের কারণেইএমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে । তবে বিরোধীরা এই বিষয় কে ঘিরেও কটাক্ষ করেছেন ইতিমধ্যে ।
বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর কথায়, “প্রশাসন যে দলদাস, হাতে গরম প্রমাণ পাওয়া গেল।” সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বুথ কিংবা অঞ্চল স্তরে সংগঠনকে আরও চাঙ্গা করাই কমিটির লক্ষ্য। এগরা-২ ব্লক যুব তৃণমূলের কমিটি ঘোষণা হতেই দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূলেরই একাংশের অভিযোগ, সকলের সঙ্গে আলোচনা না করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে বলেই এমন পরিস্থিতি। যা নিয়ে বিড়ম্বনা বেড়েছে তৃণমূলের অন্দরে
গত ১৭ এপ্রিল এগরা ২ ব্লক যুব তৃণমূলের ১৭ জনের নতুন ব্লক কমিটির নাম ঘোষণা করা হয়। সেখানে এগরা থানার সিভিক ভলান্টিয়ার সনাতন গিরির নাম থাকায় শুরু হয় বিতর্ক। ফের এগরা শহর যুব তৃণমূলের ১৪ জনের কমিটিতেও এগরা থানার সিভিক ভলান্টিয়ার প্রদীপ বারিকের নাম থাকায় অস্বস্তিতে শাসকদল।
প্রদীপ বারিককে ফোন করা হলে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি। কোনও মন্তব্য করতে চাননি শহর যুব তৃণমূল সভাপতি কৌস্তূভ দাস। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, 'সিভিক ভলান্টিয়ারের নাম কী করে তালিকায় এল তা যুব তৃণমূল নেতৃত্বই বলতে পারবেন। আমরা কমিটি গঠনের বিষয়ে কিছু জানি না।