বদলে গেল নেহরু মেমরিয়াল মিউজিয়ামের নাম
বদলে দেওয়া হল নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইবেরেরির নাম। কেন্দ্রের তরফে এই মিউজিয়ামের নাম বদলে রাখা হল প্রাইম মিনিস্টার’স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি। এ দিন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন।
প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও টুইট করে বলেন, “নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এবার থেকে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি নামে পরিচিত হবে। ১৪ অগস্ট থেকে এই নাম কার্যকর হয়েছে।”
উল্লেখ্য, গত জুন মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রের তরফে একটি বিশেষ বৈঠকে নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদল করার প্রস্তাব দেওয়া হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেছিলেন সোস্যাইটির ভাইস প্রেসিডেন্ট তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।