You will be redirected to an external website

হাতের চাপেই উঠে যাচ্ছে সদ্য রাস্তাশ্রী প্রকল্পে তৈরি পিচের রাস্তা !

সদ্য হওয়া রাস্তার বেহাল দশা ! সংগৃহীত ছবি

সুতির মানিকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ইংলিশ সাহাপাড়ার দিকে চলে যাওয়া রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে ছিল ।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মানিকপুরে ।  হাতের চাপেই উঠে যাচ্ছে সদ্য তৈরি পিচের রাস্তা। রাস্তাশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মানিকপুরে ।

দিন কয়েক আগেই সম্পন্ন হয়েছে রাস্তা তৈরির কাজ। কিন্তু স্থানীয় পথচারী এবং সাধারণ মানুষের অভিযোগ, সদ্য তৈরি রাস্তার হাতের চাপেই উঠে যাচ্ছে পিচ। একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করার পাশাপাশি রাস্তায় দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর নতুন করে পিচের পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

সেই রাস্তায় একদিকে যখন নতুন করে তৈরির কাজ চলছে তখন অন্যদিকে সদ্য তৈরি রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচের চাদর। স্থানীয়দের দাবি, পুনরায় রাস্তা তৈরি করতে হবে। নতুন রাস্তার পিচ,পাথর মুড়ি-মুড়কির মতো উঠে যাচ্ছে বলেও অভিযোগ।

স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে জানান, "একেই বহুবছর পরে এই রাস্তা তৈরি করা হল। আর তৈরি করার সঙ্গে সঙ্গেই এই হাল হয়ে গিয়েছে। এবার চলাচল করবে কিভাবে মানুষ! কম দামি, নিম্নমানের সামগ্রী দিয়ে করার ফল এগুলি। এভাবে চলতে পারে না। যদি কিছুদিনের মধ্যে আবার এই রাস্তা ভালোভাবে ঠিক না করে দেওয়া হয়, তাহলে আমরা বড় আন্দোলনে যাব বলে ঠিক করেছি।"

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

''কোনো-অন্যায়-আমি-করি-নি''-,দিলীপের-হয়ে-ক্ষমা-চাইলেন-সুকান্ত-! Read Next

''কোনো অন্যায় আমি করি নি'' ,...